সংগৃহীত
প্রায় পাঁচ মাস অতিক্রান্ত হতে চলেছে, এখনও বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। কমপক্ষে ১০০টির বেশি ভ্যাকসিন ট্রায়ালের জন্য দেওয়া হয়েছে এবং কয়েকটির হিউম্যান ট্রায়ালও হয়েছে, কিন্তু করোনাভাইরাস রোধে এখন পর্যন্ত নির্দিষ্ট কোন ভ্যাকসিন বের হয়নি। এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আশঙ্কা, করোনার ভ্যাকসিন হয়তো কোনো দিনই বের হবে না! খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাস বিশেষজ্ঞের মতে, কিছু ভাইরাস এখনো রয়েছে যাদের ভ্যাকসিন নেই। তাদের ভ্যাকসিন যেকোনো দিন বেরোবে তা আমরা এখন থেকেই বলতে পারি না। এই জিনিস করোনাভাইরাসের ক্ষেত্রেও হতে পারে। ভ্যাকসিন যদি না বের হয় তাহলে সেটাই হবে পরিস্থিতির জন্য সবচেয়ে খারাপ অবস্থা। তাদের তরফে আরও জানানো হয়, এইডস রোগের জন্য কমপক্ষে ৩০ কোটি লোকের প্রাণহানি হয়েছে গত চার যুগ ধরে। কিন্তু এখনো এর কোন ভ্যাকসিন বের হয়নি। একই ঘটনা ঘটতে পারে করোনাভাইরাসের ক্ষেত্রেও।
তবে আশার খবর একটাই, ভ্যাকসিন আবিষ্কার করার আশা এখনও গবেষকরা ছেড়ে দেননি। যেহেতু করোনাভাইরাস ডেঙ্গু বা এইচআইভি-র মতো বংশবিস্তার করে নিজের গঠন বদল করে না, তাই এই রোগের ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে। যদিও সেই প্রক্রিয়াটা অনেকটাই দীর্ঘ। খুব শিগগির সেটা হওয়ার নয় বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও আমেরিকার সংক্রামক ব্যাধির গবেষণার জন্য প্রসিদ্দ প্রতিষ্ঠানের এনআইএআইডি-র ডিরেক্টর আন্টনি ফোসির আশা, আগামী ১৮ মাসের মধ্যে করোনার ভ্যাকসিন চলে আসবে বাজারে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |