জিয়াউল হক সরকার
মর্গের দ্বাররক্ষক নেই
কতদিন যে উন্মুক্ত
কেউ কী জানে?
হিমঘরে উপচে পড়ে
সারি সারি লাশ
শুমারের কেউ নেই
ডোমও গেছে শন্মানে।
বায়ু আছে, দম নেই
প্রভাতের আলো নেই
প্রেম আছে, ছোঁয়া নেই
প্রকৃতির ঘ্রাণ নেই।
আকাশে শুধু দীর্ঘশ্বাস
বিশ্বাসে চির ধরে
সভ্যতার পদতলে।
মড়কের নরকে
বেঁচে থাকে আর্তনাদ
ক্ষুধার অনলে
হেঁটে যায় পথশিশু।
অপেক্ষারা প্রেমহীন
মৃত্যুরা লেশহীন
বেঁচে আছি কবরে
লাশ গুনি খবরে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:৫৭ অপরাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim