• বৃহস্পতিবার ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বেতনের টাকায় প্রতিবন্ধী যুবকের কর্মসংস্থান করে দিলেন ইউএনও

    স্বপ্নচাষ ডেস্ক

    ০১ এপ্রিল ২০২৩ ২:২৩ অপরাহ্ণ

    বেতনের টাকায় প্রতিবন্ধী যুবকের  কর্মসংস্থান করে দিলেন ইউএনও

    নিজ বেতনের টাকা দিয়ে প্রতিবন্ধী এক যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন চঁাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: আবুল হায়াত । শুক্রবার রাতে ওই যুবকের হাতে ব্যবসার জন্য ইউএনও’র দেওয়া মুদিখানার সামগ্রী তুলে দেওয়ার কয়কটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ ভাইরাল হয়েছে।

     

    প্রতিবন্ধী ওই যুবকের নাম মোঃ শামীম। তিনি কানসাটের এলাকার মোহনবাগ গ্রামের মোঃ লিটনের ছেলে। জন্ম থেকে তিনি শারিরিক একজন প্রতিবন্ধী। এসময় ওই প্রতিবন্ধী যুবকে উৎসাহিত করতে ইউএনও’ নিজ চেয়ার ছেড়ে শামীমকে বসতে দেন নিজ আসনে। এদিকে, ইউএনও’র এমন ব্যতিক্রম ও মহৎ উদ্যোগকে প্রশংসা করছেন স্থানীয় এলাকাবাসী ও ফেসবুক ব্যবহারকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে আসেন শামীম। এসময় ইউএনও আবুল হায়াতের সাথে সাক্ষাত করে বলেন প্রতিবন্ধী হওয়ার কারণে তিনি কোথাও কাজ পাননা । ফলে তার একটি কাজ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে । আমি কিছু করতে চাই, আমাকে কিছু একটা ব্যবস্থা করে দেন। এসময় ইউএনও তার শারীরিক অবস্থা বিবেচনা করে। তাকে বলেন মুদিখনার দোকানের সামগ্রী কিনে দিলে তিনি ব্যবসা শুরু করতে পারবে কি না। জবাবে শামীম সেটিতে সম্মতি দিলে। তাৎক্ষণিক মুদিখানা দোকানের সামগ্রী কিনে দেন ইউএনও।

     

    এ বিষয়ে শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: আবুল হায়াত বলেন,সমাজের মূলধারায় ফিরাতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর জন্য সরকার কাজ করে যাচ্ছেন।এরই আলোকে শামীমকে স্বাবলম্বী করতে এই ক্ষুদ্র প্রচেষ্টা। তিনি আরও বলেন, প্রতিবন্ধী কোন মানুষ সমাজের বোঝা নয়, তারাও দেশের সম্পদ, তাদের একটু সাহায্য সহযোগী করলে তারাও সবক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে। যার উদাহরণ শামীম।

     

    তারেক

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ২:২৩ অপরাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।