বৈরী আবহাওয়া উপেক্ষা করে শেরপুরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমান
বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে শেরপুরে অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমান। নিজ গ্রামের বাড়ি শেরপুরে থাকা অবস্থায় বুধবার ঝড়-বৃষ্টিসহ বৈরী আবহাওয়া উপেক্ষা করে এলাকার নিঃস্ব, দুস্থ, কর্মহীন ও অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি।
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমান জেলা আইনজীবী সমিতির আওয়ামী প্যানেল থেকে পরপর দু’বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক এবং শেরপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মোখলসুর রহমান আকন্দের ছেলে।
এর আগে তিনি ব্যক্তি উদ্যোগে ৮০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। শেরপুর শহরের ৮টি ওয়ার্ডে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসব উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলু ও একটি করে সাবান। ছাত্রলীগ নেতা মুরশিদুর রহমানের এমন মহৎ কর্মে এলাকাবাসী তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ২:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ মে ২০২০
swapnochash24.com | sopnochas24