• বুধবার ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ‘ব্যাংক লুটেরাদের’ সম্পদ জব্দ করে করোনায় ব্যয় করতে হবে

    স্বপ্নচাষ ডেস্ক

    ১৪ মে ২০২০ ৭:২৮ অপরাহ্ণ

    ‘ব্যাংক লুটেরাদের’ সম্পদ জব্দ করে করোনায় ব্যয় করতে হবে

    সংগৃহীত

    সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেছেন, ব্যাংকিং খাতে লুটপাট করে যারা সম্পদের পাহাড় গড়েছেন, দেশের এই দুর্যোগে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সময় এসেছে লুটেরাদের সম্পদ জব্দ করে করোনাভাইরাসে বিপদে পড়া মানুষের কল্যাণে ব্যয় করার। লুটেরাদের সম্পদ জব্দে আইনে কোনো বাধা নেই বলেও জানান এই বিচারপতি। গতকাল তিনি এসব কথা বলেন।

    বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, বিভিন্ন সময়ে ব্যাংকিং খাতের নানা অনিয়ম-অব্যবস্থাপনার খবরে সরকার বিব্রত হয়েছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়েছেন অনেকেই। এ লুটেরাদের খুঁজে বের করতে হবে। তিনি বলেন, অবৈধভাবে কামাই করা এসব টাকা কেউ দেশে রাখেনি। অনেকেই বিদেশে বাড়ি-গাড়ি করেছে। দেশের মানুষের টাকা আত্মসাৎ করে বিদেশে বসে বিলাসবহুল জীবনযাপন করছে। দেশেও তাদের অনেক সম্পদ রয়েছে। অথচ দেশের এই দুর্যোগকালে তারা লুকিয়ে আছে। দেশের বিপদগ্রস্ত মানুষের জন্য ন্যূনতম ভালোবাসাও তারা দেখান না। তিনি বলেন, এতেই প্রমাণ হয়, তাদের কোনো দেশপ্রেম নেই, দেশের মানুষের জন্য কোনো সহানুভূতি নেই। এক কথায় আমি বলব, তারা ডাকাত। তাদের জীবনের একমাত্র উদ্দেশ্য নিজেদের সম্পদের পাহাড় গড়া। বসুন্ধরার মতো দু-একটি কোম্পানি মানুষের জন্য কাজ করলেও অনেক বিত্তবানই গা-ঢাকা দিয়েছেন। এসব দেখে আসলেই খুব কষ্ট হয়। বিচারপতি মানিক বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের সঙ্গে অর্থ পাচার প্রতিরোধ সংক্রান্ত চুক্তি রয়েছে। এই চুক্তির আওতায় কিন্তু বিদেশে পাচারকৃত টাকাগুলোও দেশে ফেরত আনা যায়। এ ছাড়া এই লুটেরাদের দেশে যে বিপুল সম্পদ রয়েছে, সেগুলোও জব্দ করে করোনার কারণে বিপদে পড়া মানুষের কল্যাণে ব্যয় করতে হবে।

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৭:২৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।