ফাইল ছবি
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, উপলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সাখাওয়াত হোসেন কর্তৃক ১০ বছরের একটি শিশু ধর্ষিত হয়। শিশুটির পরিবার এবং এলাকাবাসী জানায় শিশুটি গরীব হওয়ার কারণে সাখাওয়াত হোসেনের বাড়িতে কয়েক মাস ধরে কাজ করতো।
গত ২২ শে মে দুপুরে সাখাওয়াত হোসেনের বাড়িতে কেউ না থাকায় সে মেয়েটিকে ঘরে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে মেয়েটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে বাবার বাড়িতে পাঠায়। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল একটি মহল, এক পর্যায়ে এলাকায় এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বিষয়টি জানাজানি হলে আজ দুপুরে বড়াইগ্রাম থানা পুলিশ সাখাওয়াত হোসেনকে আটক করে। বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মমিন আলী এ বিষয়ে জানান, অপরাধী যেই হোক তার বিচার হওয়া দরকার। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাখাওয়াত হোসেনকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |