প্রতীকী ছবি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মো. রাসেল (২৫) নামে একজন করোনায় আক্রান্ত হয়েছেন। উপজেলার আহম্মেদপুরে নওপাড়া গ্রামের ওই যুবক পেশায় একজন ট্রাকচালক।
করোনা আক্রান্ত রাসেল চায়ের দোকানদার মো. মেছের উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ডা. মো. রহিছ উদ্দিন জানান, করোনায় পজেটিভ রোগী রাসেল আমার গ্রামের ছেলে। পেশায় তিনি ট্রাকচালক। তার বন্ধুর করোনা পজেটিভ আসায় সেও পরীক্ষা করায় এবং তার রিপোটও পজেটিভ আসে।
এদিকে রাসেলের করোনা পজেটিভ শনাক্ত হওয়ার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
করোনা পজেটিভ আসায় রাসেলের বাড়িটি লকডাউন করে দিয়েছেন এলাকাবাসী। তবে শনাক্ত হওয়ার আগে তিনি জনগণের মধ্যে অবাদে চলাফেরা করেছেন। ফলে তিনি ঠিক কতজনের মাঝে করোনা ছড়িয়েছেন তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৬:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |