• বুধবার ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ভক্তদের সারপ্রাইজ দিলেন মুশফিক

    স্বপ্নচাষ ডেস্ক

    ২৮ মে ২০২০ ১১:১১ পূর্বাহ্ণ

    ভক্তদের সারপ্রাইজ দিলেন মুশফিক

    ২৬ মে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৫ বছর পার করেছেন বাংলাদেশে ক্রিকেটের ডিপেন্ডেবল ব্যাটসম্যান ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এমন দিন আসার আগেই জানিয়েছিলেন তিনি, বিশেষ এই দিনকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার রাত ১০টায় বিশেষ ঘোষণা দিতে আসবেন ফেসবুক লাইভে। সময়মতো ঠিকই ‘সারপ্রাইজ’ নিয়ে হাজির হন তিনি।

    বিশেষ ঘোষণায় মুশফিক জানিয়েছেন, শিগগির তার স্বপ্নের ‘এমআর১৫ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন। মাশরাফী-সাকিবদের মতো মুশফিকও কল্যাণমূলক কাজের জন্য ফাউন্ডেশন করছেন তাই নয়, এই ফাউন্ডেশনের লোগোর নকশা আহ্বান করেছেন ভক্তদের কাছেই। শুধু তাই নয়, লোগো নকশার প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ ভক্তের জন্য বিশেষ পুরস্কারও ঘোষণা করেছেন তিনি।

    মুশফিক বলেন, ক্যারিয়ারজুড়ে আপনারা আমার শক্তি ছিলেন। আপনাদের কাছে এমআর১৫ ফাউন্ডেশনের একটি লোগো নকশা আহ্বান করছি। পাঠানো নকশা থেকে আমি সেরা পাঁচটা নির্বাচন করব। এই পাঁচজন ঢাকায় যেকোনো একটি পাঁচ তারকা হোটেলে আমার সঙ্গে নৈশভোজের সুযোগ পাবেন। সেটি অবশ্যই করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে। পাঁচজনের মধ্যে (চূড়ান্ত বিজয়ী) একজন আমার অটোগ্রাফসহ জার্সি পাবেন। তার লোগোটি আমার এমএর১৫ ফাউন্ডেশনের লোগো হিসেবে ব্যবহার হবে।

    কোথায়, কীভাবে, কত দিনের মধ্যে লোগো পাঠাতে হবে, শিগগির সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেবেন মুশফিক। বিশেষ এই দিনে ১৫ বছরের দীর্ঘ যাত্রায় যাদের পাশে পেয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়েছেন মুশি।

    সফল এই উইকেটকিপার ব্যাটসম্যান বলেছেন, ঠিক এই দিনে ১৫ বছর আগে লর্ডসে বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছিলাম। দেখতে দেখতে ১৫টি বছর কেটে গেল। আপনাদের দোয়া ও আল্লাহর বিশেষ রহমতে যতটুকু অর্জনের সুযোগ হয়েছে, প্রাণ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। যাত্রাটা খুব একটা সহজ ছিল না। পুরো যাত্রায় যারা আমার সঙ্গে যারা ছিলেন, নিঃস্বার্থভাবে সমর্থন দিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১১:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০
    ১১১২১৩১৪১৫১৬১৭
    ১৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৮২৯৩০৩১
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।