ভারতে করোনা ভাইরাস লকডাউনের মধ্যে দেশের ১২ কোটিরও বেশি মানুষ তাদের চাকরি বা কাজ হারিয়েছে।
দেশটির প্রথম সারির থিঙ্কট্যাঙ্ক ‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’র গবেষণা জানায়, শুধু গত মাসেই ভারতে ১২ কোটি ২০ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে, যার বেশির ভাগই দিনমজুর কিংবা ছোটোখাটো ব্যবসায় কর্মরত শ্রমিক।
দুই মাস আগে ভারত জুড়ে যখন আচমকা লকডাউন জারি করা হয়েছিল, মাত্র চার ঘণ্টার নোটিশে কার্যত থেমে গিয়েছিল অর্থনীতির চাকা।
সিএমআইইর জরিপ বলছে, এপ্রিলের শেষেই দেশে এই ধরনের কাজ হারানো লোকের সংখ্যা গিয়ে ঠেকেছে ১২ কোটি ২০ লাখে।
সিএমআইইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহেশ ব্যাস বলেন, এর মধ্যে অন্তত ৯ কোটি ১০ লাখ মানুষের আজ কাজ না থাকলে পরের দিনের ভাত জোটে না।—বিবিসি
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৭:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24