কিছুক্ষণ চালানোর পর গুগল ক্রোমের স্লো হয়ে যাওয়ার অভিজ্ঞতার সঙ্গে কম বেশি সবাই পরিচিত।এই সমস্যার একটি কারণ হিসেবে ভারি বিজ্ঞাপনকে চিহ্নিত করেছে গুগল। বিষয়টি সমাধানে পদক্ষেপও নিয়েছে কোম্পানিটি।প্রসেসর ও ব্যান্ডউইথের উপর বাড়তি চাপ তৈরি করে এমন বিজ্ঞাপনকে ব্লক করতে যাচ্ছে গুগল ক্রোম। আগামী কয়েক মাস এই ফিচারটি পরীক্ষামূলকভাবে চালাবে ক্রোম। এরপর এটিকে ক্রোমের সঙ্গে যুক্ত করা হবে। তবে এখনই যদি কেউ চান তাহলে “chrome://flags/ #enable-heavy-ad-intervention” এই অ্যাড্রেস থেকে ফিচারটিকে চালু করতে পারেন।গুগলের পর্যবেক্ষণে দেখা গেছে অনলাইনে দশমিক তিন শতাংশ অর্থাৎ প্রতি এক হাজার বিজ্ঞাপনের মধ্যে তিনটি এমন বিজ্ঞাপন থাকে যেগুলো প্রসেসর, ব্যান্ডউইথ ও ব্যাটারির উপর বাড়তি চাপ তৈরি করে। এই বিজ্ঞাপনগুলো সাধারণত আনাড়ি ভাবে প্রোগ্রাম করা থাকে।শতকরার হিসেবে অনেক কম হলেও এই বিজ্ঞাপনগুলো নেটওয়ার্ক ডেটার ২৭ শতাংশ এবং প্রসেসরের ২৮ শতাংশ ব্যবহার করে।এসব বিজ্ঞাপনকে ব্লক করলে ক্রোমের পারফরম্যান্স আরও ভালো হবে বলে আশা করা যায়।যে বিজ্ঞাপনগুলো এর আওতায় পড়বে সেগুলো হচ্ছে
*যে বিজ্ঞাপনগুলো মূল প্রসেসরকে ৬০ সেকেন্ডের বেশি ব্যবহার করে
*যে বিজ্ঞাপনগুলো যে কোনও ৩০ সেকেন্ডে সময়ের মধ্যে ১৫ সেকেন্ড মূল প্রসেসর ব্যবহার করে
*যে বিজ্ঞাপনগুলো নেটওয়ার্ক ব্যান্ডউইথের চার মেগাবাইটের বেশি ডেটা খরচ করে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২০
swapnochash24.com | sopnochas24