• শুক্রবার ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে

    স্বপ্নচাষ ডেস্ক

    ২৮ এপ্রিল ২০২০ ১১:০৫ পূর্বাহ্ণ

    ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে

    সংগৃহীত ছবি

    কিশোরগঞ্জের হাওরে এবারও বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। তবে বাম্পার ফলনেও খুশি হতে পারছেন না কৃষকরা। চলমান করোনা পরিস্থিতিতে চড়া মজুরি দিয়েও মিলছে না ধান কাটা শ্রমিক। অপরদিকে আগাম বন্যার আশঙ্কায় ক্ষেতের ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা।

    একদিকে শ্রমিক সংকট। অপরদিকে ধেয়ে আসছে উজানের পানি। এরই মধ্যে বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সুনামগঞ্জ হয়ে কিশোরগঞ্জে প্রবেশ করে উজানের পানি। ফলে চরম আশঙ্কায় কৃষকদের চোখে ঘুম নেই। এ অবস্থায় পুরোপুরো পাকার আগেই ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বাইরের জেলাগুলো থেকে শ্রমিক আনার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানিয়েছে কৃষি বিভাগ।

    কিশোরগঞ্জে এখন মাঠে মাঠে রং ছড়াচ্ছে সোনালি ধান। তবে ভালো ফলনেও হাসি নেই কৃষকের মুখে। প্রতি বছর এ সময়টাতে উত্তরাঞ্চল থেকে হাওরে ধান কাটতে আসে হাজার হাজার শ্রমিক। তবে এবারের দৃশ্যটা ঠিক উল্টো। করোনায় থমকে আছে সারাদেশ। তাই চড়া মজুরি দিয়েও মিলছে না শ্রমিক। এ দিকে আগাম জাতের ৩৫ ভাগ ধান কাটা শুরু হলেও ব্রি-২৯ জাতের ৬৫ ভাগ ধানই কাটা শুরু হতে এখনও বাকি ১৫ দিন। রয়েছে আগাম বন্যার আশঙ্কা। এ অবস্থায় সময়মতো ধান কাটা নিয়ে উদ্বিগ্ন কৃষক।

    জেলার বিভিন্ন হাওর ঘুরে দেখা গেছে, দৈনিক ৫০০ থেকে ৬০০ টাকা মজুরি দিয়েও পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক। অনেক হাওরে স্থানীয় কৃষকরা দলবেঁধে একে-অন্যের ধান কেটে দিচ্ছেন। তবে কৃষকদের এমন দুর্দিনে স্থাণীয় রাজনৈতিক নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়াচ্ছেন। কিশোরগঞ্জ-৪ আসনের এমপি প্রকৌশলী রেজওয়াসন আহাম্মদ তৌফিক ছাত্রলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে হাওরে কৃষকদের ধান কেটে দিচ্ছেন। এরই মধ্যে প্রায় তিনশ একর জমির ধান কেটে মারাই শেষে কৃষকদের বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

    হাওরের কৃষকরা জানান, আগাম জাতের মাত্র ২০ ভাগ ধান পেকেছে। এরই মধ্যে ধান কাটা প্রায় শেষ দিকে। তবে নিচু জমিতে দেরিতে বোনা ব্রি-২৯ জাতের ধান পাকতে আরও ১০-১২ দিন লাগবে। এসব ধান নিয়ে দেখা দিয়েছে আশঙ্কা। নিচু জমির এসব ধান মেশিনে কাটা সম্ভব না। এ জন্য শ্রমিক সংগ্রহের কোনো বিকল্প নেই।

    গত বছর ধানের দাম না পেয়ে লোকসান গুণতে হয়েছে হাওরের কৃষদের। ফলে এবার হাওরে বোরো ধানের আবাদ হয়েছে কম। উৎপাদন খরচ বেশি হওয়ায় সংসার খরচ ও ধার-দেনা মেটাতে কাটার পর জমির পাশেই কম দামে ভেজা ধান বিক্রি করে দিচ্ছেন অনেকে। দ্রুত বেশি দামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি তাদের।

    কৃষি বিভাগ বলছে, বন্যার হাত থেকে মাঠের ফসল রক্ষায় বাইরে থেকে শ্রমিকদের আনা হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় কৃষি শ্রমিকসহ, বিভিন্ন জনপ্রতিনিধি ও সংগঠন স্বেচ্ছাশ্রমে কৃষকদের ধান কেটে দিচ্ছে। ক্ষতির হাত থেকে রক্ষা পেতে পুরোপুরো পাকার আগেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের।

    জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিধ মো. ছাইফুল ইসলাম জানান, আগাম বন্যার হাত থেকে রক্ষা পেয়ে পরিপূর্ণভাবে পাকার আগেই ধান কেটে ফেলার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। স্থানীয় শ্রমিক ছাড়াও লকডাউনে বেকার হয়ে যাওয়া লোকজন হাওরে ধান কাটছে। এ ছাড়াও বিভিন্ন জেলা থেকে শ্রমিকদের নিরাপদে হাওরে আনার জন্য উদ্যোগ নেয়া হয়েছে। আশা করি সময় মতো হাওরের ধান কাটা শেষ হবে।

    জানা গেছে, চলতি মৌসুমে কিশোরগঞ্জে এক লাখ ৩ হাজার ২৪৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৬৭ হাজার মেট্রিক টন চাল। গত বছর ধানের দাম না পাওয়ায় এবার হাওরে প্রায় ৫০ হাজার হেক্টর জমি অনাবাদি রয়েছে।

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।