স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঈদের আগের দিনও বাড়ি ফিরছেন মানুষ। রোববার (২৪ মে) সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া এবং কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে যাত্রীদের ঢল নামে।
শারীরিক দূরত্ব না মেনে বিভিন্ন ছোট যানবাহনে গাদাগাদি করে ঢাকা ছাড়ছেন অনেকে।
করোনা সংক্রমণ রোধে বন্ধ রয়েছে সব ধরনের যাত্রীবাহী যানবাহন। তবুও থেমে নেই ঈদে ঘরমুখো মানুষের ঢল। মোটরসাইকেল এবং ব্যক্তিগত গাড়ি ভাড়া করে ছুটছেন মানুষ।
রোববার (২৪ মে) সকাল থেকেই পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যাত্রীদের চাপ দেখা যায়। সড়কে পুলিশের তেমন কড়াকড়ি না থাকায়, থ্রি হুইলার, সিএনজিসহ নানা ছোট যানবাহনে করে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আসেন যাত্রীরা। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গাদাগাদি করে ফেরিতে ওঠেন তারা।
মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটেও ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের চাপ বেড়েছে কয়েকগুণ। ৩ থেকে ৪ গুণ অতিরিক্ত ভাড়া দিয়ে বাড়ি ফিরছেন অনেকে।
এদিকে, শনিবার থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকায় প্রবেশ ও বের হতে শিথিলতার পর থেকে অনেকটা অবাধেই চলছে যাত্রীদের চলাচল। রোববার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-আরিচাসহ সব মহাসড়কে দেখা গেছে যানবাহনের চাপ। ব্যক্তিগত গাড়ি না থাকায় ভাড়া গাড়িতেই রওয়ানা দেন অনেকে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, চলাচলের ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানছেন না কেউই। এতে স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে কয়েকগুণ।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ২:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৪ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |