ভিয়েতনামে মানবপাচারের অভিযোগে পাচার চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রাজধানীর পল্টন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট জব্দ করেছে র্যাব।
গ্রেফতারদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভিয়েতনামে গিয়ে আটকে পড়া ২৭ জন এবং ভিয়েতনাম ফেরত ১১ জন বাংলাদেশিকে অবৈধভাবে দেশটিতে পাঠিয়েছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল আন্ড মিডিয়া উইংয়ের নবিনযুক্ত পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ।
তিনি জানান, দুপুর ১টায় কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
স্বপ্নচাষ/এসএম
বাংলাদেশ সময়: ১২:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০
swapnochash24.com | sopnochas24