পবিত্র মক্কা শহর বাদে অন্যান্য স্থানের লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ বাতিলের ঘোষণা দিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যেসব অঞ্চলে কারফিউ ছিল ৩১ মে থেকে শিথিল হবে।
আরব নিউজ জানিয়েছে, কারফিউ শিথিল হলে ২৪ ঘণ্টার লকডাউন আগের মতো কড়াকড়ি থাকবে না। তবে রাত আটটা থেকে সকাল ছয়টা পর্যন্ত কড়াকড়ি থাকবে। মক্কা আগের মতোই ২৪ ঘণ্টার লকডাউনে থাকবে।
২১ জুন থেকে সৌদি আরব ‘পুরোপুরি স্বাভাবিক’ অবস্থায় ফেরার পরিকল্পনা করছে। পরিস্থিতি অনুকূলে থাকলে ওই দিন থেকে মক্কার মসজিদে নামাজের অনুমতি মিলবে। পুরোপুরি বাতিল হবে কারফিউ।
কিন্তু তার আগে দেশটিতে সামাজিক দূরত্ব মেনে চলতে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। ৫০ জনের বেশি কোথাও জড়ো হওয়া যাবে না।
বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের পাশাপাশি দোকানপাটও খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে সেলুন, বিউটি পার্লার এবং খেলার মাঠ আগের মতোই বন্ধ থাকবে।
উমরাহ এবং আন্তর্জাতিক ফ্লাইট পরবর্তী নির্দেশ দেওয়ার আগে স্থগিতই থাকছে।
সৌদি আরবে এখন পর্যন্ত ৭৪ হাজার ৭৯৫ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৩৯৯ জন মারা গেলেও সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৬৬৮ জন। এর মধ্যে সোমবার আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৫ জন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মে ২০২০
swapnochash24.com | sopnochas24