মনে আছে, সিরিয়ার শিশুটির কথা
সেদিন সে কেঁদে কেঁদে বলেছিলো,
আমি সৃষ্টিকর্তাকে সব বলে দিবো
সে হয়তো সব কিছু বলে দিয়েছে।
মনে আছে,কাশ্মীরের মেয়েটির কথা
সেদিন সে কেঁদে কেঁদে বলেছিলো,
সারা পৃথিবীকে যেন কিছুদিনের জন্য
তাদের মতো, ঘরে বন্দি থাকতে হয়।
দিনের পর দিন, যুগের পর যুগ ধরে
ক্ষমতার মোহে কত অন্যায় হয়েছে,
যারা ইচ্ছামত চালিয়েছে নিশংসতা
দেখুন, আজ তারা কতটা অসহায়।
বিজ্ঞানের আবিষ্কার কাজে লাগিয়ে
প্রকৃতিকে ধ্বংস করেছি অনবরত,
বেষ্টিত নগরী ধ্বংস করেছি মুহুর্তে
সবকিছুই হয়েছিলো ক্ষতবিক্ষত।
ক্ষমতা প্রদর্শনের ভয়ংকর খেলায়
হয়েছে শত সহস্র অন্যায় অবিচার,
সব সহ্য করেছি নিজের সুবিধার্থে
পৃথিবীর মালিক সইবে কত আর?
মজলুমের আর্তনাদ শুনতে শুনতে
মহান সৃষ্টিকর্তা হয়তো রাগান্বিত,
তাই বুঝি আজ মহাবিপদ এসেছে
সবাই হয়েছে আজ আতংকিত।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৮:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |