তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন
মালয়েশিয়ায় চলমান নিয়ন্ত্রণ আদেশ আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ বৃহস্পতিবার রাত ৮টায় দেশবাসীর উদ্দেশে দেওয়া এক ভাষণে এ বর্ধিতের ঘোষণা দেন প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন।
এ নিয়ে সরকার চতুর্থবারের মতো চলাচল নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এমসিওর এই চতুর্থ পর্বটি ১২ মে পর্যন্ত কার্যকর থাকবে।
মুহিউদ্দিন বলেন, কোভিড -১৯ সংক্রমণ সাম্প্রতিক সপ্তাহগুলোতে হ্রাস পেয়েছে। হ্রাস অব্যাহত থাকলে সরকার এমসিওতে বর্ণিত নিষেধাজ্ঞাগুলো পর্যায়ক্রমে সিথিল করার বিষয়টি বিবেচনা করবে।
সর্বশেষ পরিসংখ্যানের ভিত্তিতে, শনাক্ত হওয়া রোগীদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৪২ জনে। যার অর্থ রোগীদের সংখ্যার ৩.২ শতাংশ সুস্থ হয়ে উঠেছে। যোগ করেন তিনি।
উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের সূত্রপাত শুরু হওয়ার সাথে সাথে এক সপ্তাহের মধ্যে স্কুল ছুটি দেয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর ঘোষণার দু’দিন পরে ১৮ মার্চ এমসিও কার্যকর করা হয়েছিল।
এরপরে এটি দু’বার বাড়ানো হয়েছিল; প্রথমত ১ এপ্রিল এবং পরে ১৪ এপ্রিল। আজ বৃহস্পতিবার তা আরেকবার বাড়িয়ে আগামী ১২ মে পর্যন্ত বর্ধিত করল সরকার।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৮:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim