বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে এবার ক্রিকেট থেকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ ওটিস গিবসন।
ক্যারিবীয় এ সাবেক তারকা ক্রিকেটার বলেছেন, আমি মনে করি মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ার অসাধারণ। সে নিজেকে এবং পুরো দেশকে অনেক কিছু দিয়েছে। তবে ২০২৩ সালের বিশ্বকাপ যেহেতু সামনে, যে কোনো কোচই তা নিয়ে ভাবছে এখন। আমি নিশ্চিত বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোও তাই করছে।
গিবসন আরও বলেন, ডোমিঙ্গো হয়তো হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম এবং এবাদত হোসেনদের মতো তরুণদের দিকেই বেশি আগ্রহী হবে। আমরা এখনও এবাদতকে সাদা বলের ক্রিকেটে দেখিনি। এছাড়া তাসকিন আহমেদ ও খালেদ আহমেদও সুস্থ হয়ে ফিরেছে। দেশে অনেক তরুণ প্রতিভা রয়েছে।
গিবসন বলেন, আমি জানি না রাসেলের ভবিষ্যতের জন্য গড়া নতুন দলে মাশরাফির কী ভূমিকা থাকতে পারে। বরং এখনই তার অবসরের সময়। বিশ্বে যা হচ্ছে, তার সঙ্গে সামনে এগিয়ে যাওয়া। সে নিজের অভিজ্ঞতা তরুণদের মাঝে দেয়ার জন্য অন্য কোনো পথ বেছে নিতে পারে। আমি মনে করি না এটি করার জন্য তাকে মাঠেই থাকতে হবে। এই বার্তাটা অন্য কোনোভাবেও দিতে পারবে মাশরাফি।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৩:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24