করোনাভাইরাসের কারণে এখন সবকিছুই থমকে গেছে। কারও মনেই যেন আনন্দ করার উৎসাহটুকু নেই। ঘটা করে পালন করা হচ্ছে না কোন উপলক্ষ্য, অগোচরেই কেটে যাচ্ছে স্মরণীয় সব দিবস। তবু এর মধ্যেও মা দিবসের রয়েছে বাড়তি গুরুত্ব, ভালোবাসা।
মায়ের চেয়ে আপন পৃথিবীতে কেউ। বছরের সবকয়টি দিনই মায়েদের জন্য ভালোবাসা থাকে সবার। তবে সেই ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য বেছে নেয়া হয় মে মাসের দ্বিতীয় রোববারকে, পালন করা হয় মা দিবস হিসেবে। চলতি বছরের মা দিবস আজ (১০ মে)।
এবারের মা দিবসে সবার মায়েদের প্রতি বিশেষ খেয়াল রাখার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বয়সের কারণেই করোনাভাইরাসের ঝুঁকি মায়েদের বেশি, তাই তাদের প্রতি যত্নবান হতে বলেছেন সাকিব। প্রায় একই বার্তা দিয়েছেন মুশফিকুর রহীমও।
নিজের ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘মায়েরা ছোটবেলা থেকেই আমাদের সর্বাত্নক যত্ন নিয়ে এসেছেন। আমাদেরকে ভালো-খারাপ, সতর্কতা এবং অসতর্কতার মধ্যে পার্থক্য করতে শিখিয়েছেন। করোনা ভাইরাসের এই মহামারী চলাকালীন সময়ে তাদের যত্ন নেয়া তাই আমাদের দায়িত্ব।’
‘মনে রাখতে হবে, বয়সের কারণে তাদের করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই তাদের প্রতিনিয়ত মনে করিয়ে দেই সামাজিক দূরত্ব এবং পরিষ্কার পরিচ্ছনতার নিয়মগুলো মেনে চলার। এখন আমাদের দায়িত্ব তাদের সর্বাত্মক খেয়াল রাখার।’
মুশফিকুর রহীম নিজের ফেসবুক পেজে আপলোড করেছেন তার অতি কাছের তিন মায়ের ছবি। প্রথমৎ তার নিজের মা, দ্বিতীয়ত তার শ্বাশুড়ি মা এবং তৃতীয়ত নিজের সন্তানের মা। এ তিনজনের ছবি পোস্ট করে সবাইকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক।
তিনি লিখেছেন, ‘আজ পৃথিবীর সব মায়েদের জন্য ভালোবাসা। প্রতিদিন তারা পরিবারের জন্য যেসব ত্যাগ স্বীকার করেন তা ভাষায় প্রকাশ করা যায় না। মা দিবসের শুভেচ্ছা পৃথিবীর সব মাকে, আমাদের জীবনের সবচেয়ে বড় আর্শীবাদ।’
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:১৪ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |