আহত শিলা প্রামানিক
রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ (নার্স) শিলা প্রামানিককে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে অজ্ঞাত এক যুবক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচএ) ডা. আরিফুল কবির।
আহত শিলা প্রামাণিকের স্বামীর নাম বিধান পন্ডিত। তার শ্বশুর বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার সাবাইহাট। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শিলা।
রামেক হাসপাতালে শিলা প্রামাণিকের সঙ্গে থাকা মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ এনামুল হক বলেন, শিলা প্রামানিক কথা বলতে পারছেন না। তার মাথায় ৬টা সেলায় লেগেছে।
তিনি আরও বলেন, হামলার পরপরই শিলা প্রামানিক জানান- তিনি কম্পিউটারে কাজ করা অবস্থায় অজ্ঞাত এক যুবক তাকে পিছন থেকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করতে থাকে। একপর্যায়ে তাকে গলা চেপে হত্যারও চেষ্টা করে সেই যুবক। শিলার গলায় আঙ্গুলের দাগ রয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশে পাঠানো হয়েছে। হামলাকারীকে এখনো শনাক্ত করা যায়নি। স্বাস্থ্য কেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে সব বেরিয়ে আসবে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৮:৪৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
swapnochash24.com | sopnochas24