ইয়াছিন আল মাসুম
যদি বেঁচে থাকি দেখা হবে প্রিয় ক্যাম্পাসে
যদি বেঁচে থাকি উঠবো সাদা-নীল বাসে।
যদি বেঁচে থাকি হাঁটবো প্রাণের প্যারিসে
যদি বেঁচে থাকি ছবি তুলবো ফোকাসে।
যদি বেঁচে থাকি বসবো সবুজ-শ্যামল ঘাসে
যদি বেঁচে থাকি নিঃশ্বাস নিবো স্নিগ্ধ বাতাসে।
যদি বেঁচে থাকি শ্লোগান হবেই হবে মিছিলে
যদি বেঁচে থাকি আড্ডা হবে সবাই মিলে।
যদি বেঁচে থাকি দেখা হবে কোনো এক হলে
যদি বেঁচে থাকি ঘুরবো সবাই পরন্ত বিকেলে।
যদি বেঁচে থাকি প্রেম হবে, গান হবে, হবে কবিতা
যদি বেঁচে থাকি বলা হবে না বলা সব কথা।
যদি বেঁচে থাকি নষ্ট হবে না সময় অযথা
যদি বেঁচে থাকি মনে রাখবো হে বিধাতা!
যদি বেঁচে থাকি ভুলে যাবো অভিমান
যদি বেঁচে থাকি গাইবো নতুন গান।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim