সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রে নিজের অ্যাপার্টমেন্টে রহস্যজনক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন করোনাভাইরাস নিয়ে গবেষণা করা পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বিং লিউ। একই সময় ঘটেছে আরেকটি হত্যাকাণ্ড। লিউর অ্যাপার্টমেন্টের নিচে থাকা একটি গাড়িতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
গবেষক বিং লিউ করোনাভাইরাস নিয়ে গবেষণায় ‘উল্ল্যেখযোগ্য অগ্রগতি’ সাধন করেছিলেন বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন।
অনুসন্ধানকারীদের ধারণা, প্রফেসর বিং লিউকে অজ্ঞাতনামা ওই ব্যক্তি গুলি করে হত্যা করেছে। হত্যার পর নিজের গাড়িতে অজ্ঞাতনামা ওই ব্যক্তি আত্মহত্যা করেছে। একইসঙ্গে তারা একে অন্যের পূর্ব পরিচিত বলেও ধারণা করা হচ্ছে। তবে এখানে তৃতীয় কোনো ব্যক্তির উপস্থিতি ছিল কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
ডিটেকটিভ সার্জেন্ট ব্রায়ান কোহলহেপ জানিয়েছে, প্রফেসর বিং লিউকে হত্যার উদ্দেশ্য নিয়ে বেশ ধোঁয়াশা রয়েছে। তবে তিনি একজন চাইনিজ হওয়ার কারণে হত্যার শিকার হয়েছেন- এই ধারণা একদমই ভ্রান্ত।
পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের ‘ডিপার্টমেন্ট অব কম্পিউটেশনাল অ্যান্ড সিস্টেম বায়োলজি’ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সেলুলার ম্যাকানিজম নিয়ে গবেষণায় উল্ল্যেখযোগ্য অগ্রগতি সাধন করেছিলেন লিউ। যার ফলে সার্স-কোভ-২ এর সংক্রমণ নিয়ন্ত্রণের অধীনে চলে এসেছিল।
বিং লিউ’র মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পিটসবার্গ বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সম্ভাবনাময়ী গবেষক এবং প্রশংসিত সহকর্মী বিং লিউর করুণ মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
swapnochash24.com | sopnochas24