রিসেপ তাইয়্যেপ এরদোগান
প্রাণঘাতি করোনাভাইরাস মোকাবেলায় পিপিই-মাস্কসহ যুক্তরাষ্ট্রে চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। সোমবার দেশটির মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান তিনি। খবর টিআরটির।
এরদোগান বলেন, মঙ্গলবার আমরা যুক্তরাষ্ট্রে চিকিৎসা সহায়তা প্রেরণ করছি, যার মধ্যে রয়েছে সার্জিক্যাল ও এন ৯৫ মাস্ক, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও জীবাণুনাশক বিভিন্ন মেডিসিন।
তিনি আরও বলেন, এমন সময়ে যখন উন্নত দেশগুলোও তুরস্কের সমর্থন চাইছে, আমরা বলকান থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত জনপদে আমাদের সহায়তা অব্যাহত রেখেছি।
মন্ত্রিসভার বৈঠকের কথা জানিয়ে এরদোগান বলেন, ১ মে পর্যন্ত তুরস্কের ৩১টি শহরে তিনদিনের লকডাউন জারি থাকবে। এছাড়া মে মাসের শেষ ও ইদুল ফিতরের আগ পর্যন্ত লকডাউন বহাল থাকবে।
এর আগে যুক্তরাষ্ট্রের অনুরোধে দেশটিকে করোনাভাইরাস শনাক্তের পাঁচ লাখ কিট পাঠিয়েছিল তুরস্ক।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১২:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim