সংগৃহীত
আনুশকা শর্মা যদি স্ত্রীর চরিত্রে অভিনয় করেন, তবে নিজের বায়োপিকে অভিনয় করতে রাজি বিরাট কোহলি। সুনীল ছেত্রীর ইনস্টাগ্রাম লাইভ সেশনে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বললেন এই কথা।
ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী জিজ্ঞাসা করেছিলেন, ‘যদি বিরাট কোহলিকে নিয়ে কোনও বায়োপিক হয় আর তাতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে আনুশকা রাজি থাকে, তবে তুমি কি নিজের ভূমিকায় অভিনয় করবে?’
জবাবে কোহলি বলেন, ‘আনুশকা থাকলে আমি অবশ্যই বায়োপিকে অভিনয় করব। তবে একটা ভুল ধারণা দূর করতে চাই যে আমি অভিনয় পারি। আমি বরং ফুটবল খেলতে পারি। তুমি কি আমাকে আইএসএলে খেলতে দেবে?’
এরপরই কোহলি যোগ করেন, ‘নিজের বায়োপিকে অভিনয় করতে চাই, কারণ নিজেকে ফুটিয়ে তুলতে পারব ভালমতোই। তবে লোকের ভুল ধারণা আছে যে আমি ভাল অভিনয় করতে পারি। আসলে অনেক বিজ্ঞাপনে আমাকে দেখা যায়। তবে সেখানে যা করতে হয়, তা যে কেউ শিখে নিতে পারবে। অভিনয় একটা শিল্প। আর আমি পেশাদার ক্রিকেটার।’
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24