প্রতীকী ছবি
রংপুরে পুলিশের হেফাজতে চলন্ত অটোরিকশা থেকে হাতকড়া পরা এক আসামি পালিয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতে নেওয়ার পথে থেকে লাফ দিয়ে পালিয়ে যায় মাহমুদুল। আগের রাতে সেচপাম্প চুরির অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিশ।
পলাতক আসামি মাহমুদুল হাসান চৌধুরী (১৯) বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের রবিউল ইসলাম ওরফে টংকু চৌধুরীর ছেলে।
বদরগঞ্জ থানা পুলিশের ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, “আমাদের একটা মাত্র গাড়ি। সেটি করোনাভাইরাস সংক্রমণ কাজে ব্যস্ত থাকার কারণে অটোরিকশায় করে আদালতে নিয়ে যাওয়ার পথে দ্রুতগতিতে থাকা অবস্থায় গাড়ি থেকে সে লাফ দিয়ে পালিয়ে যায়। তাকে ধরতে আশেপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
আসামিকে নিয়ে বদরগঞ্জ থানার দুইজন পুলিশ সদস্য রংপুর আদালতে যাচ্ছিলেন। উপজেলার মধুপুর ইউনিয়নের চেংমারী নামক স্থানে পৌঁছালে অটোরিকশা থেকে লাফ দিয়ে এক ভুট্টাক্ষেতের ভেতরে ঢুকে পড়ে মাহমুদুল। পরে ভুট্টাক্ষেতসহ আশেপাশের এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েও তার কোনো হদিস মেলেনি।
উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী টুটুল বলেন, “মাহমুদুলের বিরুদ্ধে এলাকায় মাদকসহ চুরির একাধিক অভিযোগে এলাকার মানুষ অতিষ্ট ছিল।”
এরমধ্যে তিনি দুটি স্যালোপাম্প চুরি করলে পার্শ্ববর্তী পার্বতীপুর উপজেলা থেকে তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১১:০৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |