রংপুর মেডিকেল কলেজে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এতে পাঁচ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫ জনের।
আক্রান্তদের মধ্যে রয়েছেন- ঠাকুরগাঁওয়ের হরিপুরের একজন, গাইবান্ধার পলাশবাড়ীর একজন, লালমনিরহাটের আদিতমারীর একজন, কুড়িগ্রাম সদরে একজন ও নীলফামারী কিশোরগঞ্জের একজন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া দিনাজপুর এম আব্দুল রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রথম চারজনের করোনা শনাক্ত হয়েছে।
রংপুর মেডিকেল কলেজে করোনা শনাক্তে পিসিআর মেশিন স্থাপন করা হয় গত ২ এপ্রিল। এরপর থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ২,৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখানে এখন পর্যন্ত ১০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) মাধ্যমে রংপুর বিভাগে আরও ছ জনের করোনা শনাক্ত করা হয়। এ নিয়ে রংপুর বিভাগের আট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৪ জনে।
আক্রান্তদের মধ্যে রংপুরে ৩০, গাইবান্ধায় ১৭, দিনাজপুরে ১৯, নীলফামারীতে ১২, ঠাকুরগাঁওয়ে ১৭, কুড়িগ্রামে ১০, লালমনিরহাটে ৩ এবং পঞ্চগড় জেলার ছয়জন রয়েছেন।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ১০:২৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim