সংগৃহীত
রংপুর নগরীকে করোনা রেড জোন ঘোষণা করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে রংপুরের মানুষ। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় এক ডজনের বেশি সংগঠন মানববন্ধন, সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান করেছে। এত কিছুর পরেও রংপুরে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ মানছে না ব্যবসায়ীরা।
বিভিন্ন সংগঠন করোনা প্রতিরোধে মানববন্ধন, জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে স্মারকলিপি দিলেও দোকান মালিকরা তা আমলে নেয়নি। এমনকি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সেই অনুরোধও রাখেনি ব্যবসায়ীরা। ফলে বাজারে মানুষের ভিড় সামলানো কঠিন হয়ে পড়েছে। এতে করোনা ঝুঁকি বেড়ে যাচ্ছে কয়েক গুণ। সরকারি বিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলার কথা বলা হলেও অধিকাংশ ক্ষেত্রে তা মানা হচ্ছেনা। ক্রেতা বিক্রেতার কারোই হুশ নেই। তাদের মধ্যে করোনার কোন ভয় নেই। নির্ভয়ে চলছে কেনাবেচা।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৯:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |