• রবিবার ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    রক্তাক্ত সানি লিওন, দিশেহারা স্বামী ড্যানিয়েল (ভিডিও)

    স্বপ্নচাষ ডেস্ক

    ০৫ মে ২০২০ ৫:১৭ পূর্বাহ্ণ

    সংগৃহীত

    লকডাউনে রান্নাঘরের কাজ করতে গিয়ে এমনই অবস্থা করলেন যে মধ্যমা আঙুলের অর্ধেক কেটে ফেললেন সানি লিওন। আর এই রক্তারক্তি কাণ্ড দেখে ভয় পেয়ে গেলেন তার স্বামী ড্যানিয়েল। লকডাউনে হাসপাতালে নিয়ে যাবেন নাকি নিজেই ব্যান্ডেজ বেঁধে দেবেন কিছু বুঝে উঠতে পারছেন না তিনি। আর এদিকে ব্যথায় চিৎকার করছেন সানি। এরকম একটি ভিডিও নিজেই পোস্ট করেছেন এই অভিনেত্রী।

    কি ভয় পাচ্ছেন? তাহলে আসল ঘটনা জেনে নেওয়া যাক। পুরো কাণ্ডটি ঘটিয়েছেন ড্যানিয়েলকে চমকে দেওয়ার জন্য। যাকে বলে প্র্যাঙ্ক। সানি একটি লাইভ ভিডিওর মাধ্যমে এই ঘটনাটি তার ফলোয়ারদের কাছে তুলে ধরেন। ভিডিওটি ভাইরাল হয় এক মুহূর্তে।

    ভিডিও-তে দেখা যাচ্ছে, সানি এই প্র্যাঙ্ক এর প্রস্তুতি নিচ্ছেন। প্রথমে একটি কলা কেটে সেটিকে নিজের আঙুলের আকৃতিতে তৈরি করেন সানি। কলাটি দেখে যেন মনে হয় তার আঙুলটি কেটে পড়ে গেছে। ‌

    এরপরে যে আঙুলটি কাটবেন বলে ঠিক করেছেন সেটি একটি টেপ দিয়ে বেঁধে নেন সানি। যাতে দেখে মনে হয় সত্যিই আঙুলের ওই অংশটুকু নেই। এরপর লাল রং ওই কেটে রাখা কলা এবং নিজের আঙুলের উপরে ছড়িয়ে দেন। যাতে দেখে মনে হয় রক্তে ভেসে গেছে সানির আঙুল। সমস্ত প্রস্তুতি নিয়ে নেওয়ার পর হাতে একটি ধারাল ছুরি নিয়ে চিৎকার শুরু করেন সানি।

    ‘ড্যানিয়েল ড্যানিয়েল’ শুনে ছুটে আসেন তার স্বামী। রান্নাঘরে এসে তো তার চক্ষু চড়কগাছ। আঙুল কেটে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে বসেছেন স্ত্রী। আর তাই দেখে কী করবেন ভেবে পাচ্ছেন না ড্যানিয়েল। কাপড় নিয়ে এসে রক্ত বন্ধ করার চেষ্টা করলেন তিনি। আর এই সব দেখে সানি বুঝলেন, তার প্র‍্যাঙ্ক সফল হয়েছে। তাই আর বিচলিত না করে ড‍্যানিয়েলকে বলেই দিলেন এইটা পুরোটা লাইভ দেখছেন তাদের ভক্তরা।

    সামনেই লুকনো রয়েছে মোবাইল ফোনের ক্যামেরা। এই জেনে ড্যানিয়েল প্রথমে হেসে ফেললেন। তবে পরে খানিকটা রেগে গিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন তিনি। আর বরের এমন রাগ দেখে হাসিতে লুটিয়ে পড়লেন সানি লিওন। ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৫:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।