সংগৃহীত
রাজধানীর গুলিস্তান-ফুলবাড়িয়া বিআরটিসি বাস কাউন্টারের পাশে জাকির মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার বিকেলে এই আগুনের সূত্রপাত হয়েছিল।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের খবর আসে। খবর পেয়ে চারটি ইউনিট পাঠানো হয়েছে ঘটনাস্থলে। পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণে ফায়ার সার্ভিস কাজ করছে। এতে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলেও জানান লিমা খানম।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:০৮ অপরাহ্ণ | বুধবার, ১৩ মে ২০২০
swapnochash24.com | sopnochas24