আতিকুর রহমান সুমন
রাজনীতি করলে নেতাকর্মীদের প্রতি, নিজ দলের প্রতি আবেগী হওয়া আবশ্যক মনে করি। রাজনীতি মানে মানুষের মাঝে শ্রেণি ভেদাভেদ করে চলাফেরা নয়, দিনমজুর, ব্যবসায়ী, কৃষক, বড়-ছোট চাকরিজীবী সবাইকে সমান চোখে দেখার মানসিকতা তৈরি।
রাজনীতিতে সর্বোচ্চ আস্থা-বিশ্বাসের জায়গাটা কর্মীর প্রতি থাকা উচিত। কখনও কখনও নিজের স্বার্থ বাদ দিয়ে সংগঠনের স্বার্থে নিজেকে ছোট করুন, ভবিষ্যতে গ্রুপ মতের ঊর্ধ্বে আপনি সম্মানিত হবেন।
নিজের সাফল্যের শীর্ষে থেকে তাদের ভুলে যাওয়া নয়, যারা আপনার জন্য নিজেকে নিয়োজিত করে রেখেছে দীর্ঘ সময়, যারা আপনার অবস্থান তৈরিতে, উৎসাহ তৈরিতে শক্ত খুঁটি হিসেবে কাজ করে গেছে।
পরিশেষে ভাবুন কারা খারাপ সময়েও আপনার জন্য কাজ করেছে, সবকিছুর ঊর্ধ্বে থেকে আপনার জন্য থেকেছে।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু
লেখক : কেন্দ্রীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৬:৪৬ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০
swapnochash24.com | Anaet Karim