• বৃহস্পতিবার ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    রাজশাহীতে অসহায়দের সহায় ‘Help People’

    মু. তামিম সিফাতুল্লাহ, রাজশাহী

    ২৩ মে ২০২০ ৬:২৩ অপরাহ্ণ

    রাজশাহীতে অসহায়দের সহায় ‘Help People’

    সামাজিক সংস্থা 'Help People' এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

    দেশ যখন করোনাভাইরাস আতঙ্কে উন্মাদ। তখনই একদল তরুণ সংগঠিত করল নিজেদের। গড়ে তুলল ‘Help People’ নামক সামাজিক সংস্থা।

    সেবা দিয়ে যাচ্ছে ছিন্নমূল মানুষ থেকে উচ্চ বিলাসী সবাইকে সব ধরনের। সম্পৃতি, তাদের দৃষ্টিনন্দিত কার্যক্রম চোখে পড়ল রাজশাহী নগরীতে। চোখের সামনে ভেসে উঠল সংস্থাটির দৃষ্টিনন্দন কাজগুলো।

    সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশ করা সাহসী তরুণ আল রশিদ রাহীর হাত ধরে গড়ে উঠে সংস্থাটি। বর্তমানে শতাধিক তরুণ কাজ করে যাচ্ছে বিনা স্বার্থে মানবতার কল্যাণে।

    সরেজমিনে তাদের দেখা মিলল নগরীর শালবাগানসহ বিভিন্ন এলাকায় খাদ্য সহয়তা দিচ্ছে ছিন্নমূল মানুষদের। খোঁজ খবর নিয়ে জানা যায়, তারা ছিন্নমূল দরিদ্র মানুষগুলোকে খাদ্য সহায়তা দেওয়ার পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো, সাধারণ মানুষকে সচেতনতার কথা বলা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে তাদের কাজ চোখে পড়েছে। এছাড়া জানা যায় তারা রক্তের যোগানও দিয়ে যাচ্ছে।

    এ পর্যন্ত তারা মোট ৪৮০টি পরিবারে খাদ্য সহায়তা দিয়েছে এবং ছিন্নমূল মানুষকে রান্না করা খাদ্য বিতরণ করতে দেখা গেছে। এই করোনাকালীন সংস্থাটির মাধ্যমে প্রায় ৪০ এর বেশি ব্যক্তিকে রক্তের যোগান দিয়েছে।

    সংস্থাটির প্রতিষ্ঠাতা আল রশীদ রাহীর সাথে তাদের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার খুব ইচ্ছা ছিল মানুষের পাশে দাঁড়ানোর, নিজ উদ্যোগে প্রথমে কাজ শুরু করলেও এখন অনেকে সারা দিয়ে কাজ করে যাচ্ছে আমাদের সাথে। আমরা খাদ্যদ্রব্য বিতরণ ও রক্তদান ও জীবাণুনাশক ছিটানো ও সচেতনতা জাগাতে কাজ করে যাচ্ছি।

    সর্বপরি বলা যায়, যখন মানবতা বোধ না থাকা মানুষগুলো চাল চুরি করে, খাটের নিচে তেল পাওয়া যায়। তখন এই গুটি কয়েক তরুণের কার্যক্রম সত্যিই দৃষ্টিনন্দন লাগে।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৬:২৩ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।