ফাইল ছবি
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে আরও একজনের নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তিকে রাজশাহী মিশন হাসপাতালে ভর্তি রয়েছেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন মোশারফ হোসেন (৩৮)। পরে তাকে মিশন হাসপাতালে পাঠানো হয়। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার নমুনা পরীক্ষার পর পজেটিভ এসেছে।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান জানান, শনিবার ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফলাফল এসেছে ৮৯ জনের। যার মধ্যে একটি পজেটিভ এসেছে। বাকি পাঁচটি নমুনা বাতিল হয়েছে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১০:১০ অপরাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
swapnochash24.com | sopnochas24