ফাইল ছবি
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অবসরপ্রাপ্ত এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তার নাম ড. ফকরুল ইসলাম। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের এমেরিটাস অধ্যাপক ছিলেন। তার বয়স হয়েছিলো ৮৬ বছর। তিনি রাজশাহী নগরের কাজীহাটায় বসবাস করতেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার দুপুর একটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। ভর্তির আধাঘণ্টা পর তিনি মৃত্যুবরণ করেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৩:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২০
swapnochash24.com | sopnochas24