রাজশাহী নগরীর আরডিএ মার্কেটের দোকানের কর্মচারীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে কর্মহীন ১৫০০ কর্মচারীর পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় আরডিএ মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউকে ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রেইড ক্রাফ্ট এক্সচেঞ্জের আর্থিক সহযোগিতায় রাজশাহীর তানোর ও নাচোল উপজেলার ২০৫৯ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে করোনা সংকটকালীন সময়ে ১০ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা এসেডো এই সহায়তা তুলে দেয়। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, তানোর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আলম।
রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নে এমপি এনামুল হকের নির্দেশনায় করোনা সংকট মোকাবেলায় গৃহবন্দি, হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও সবজি বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে শ্রীপুর ইউনিয়নে দলীয় কার্যালয়ে ওই সব মানুষের হাতে খাদ্য সামগ্রী এবং সবজি তুলে দেন শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:৪৬ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |