প্রতীকী ছবি
রাজশাহীতে ট্রাক থেকে তোলা চাঁদার হিসাব চাওয়া শ্রমিকদের সঙ্গে সভাপতির হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। এসময় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়লে অসুস্থ হয়ে ঘটনাস্থলে এক শ্রমিক মারা যান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শ্রমিকরা দাবি করেন, তারা রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ৩ বছরের চাঁদার টাকার হিসাব ও বোনাসের দাবি জানাতে যান ইউনিয়নের সভাপতি ফরিদ আহমেদের কাছে। কিন্তু শ্রমিকদের সেই হিসাব ও বোনাস দিতে অস্বীকার করেন ফরিদ আহমেদ। এ নিয়ে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন সভাপতি ফরিদসহ তার লোকজন।
হাতাহাতির ঘটনার সময় সৌরভ (৩৫) নামে এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সৌরভের বাড়ি নগরীর মতিহার থানার খোজাপুর মহল্লায়। তার বাবার নাম আজিজুর রহমান।
তাৎক্ষণিকভাবে বোয়ালিয়া মডেল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় সাধারণ সম্পাদক আক্কাছ আলী, কোষাধ্যক্ষ মোহাম্মদ পলক ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেন বোয়ালিয়া মডেল থানার পাশে শ্রমিক অফিসের ভিতরে অবস্থান করছিলেন। আর বাইরে শ্রমিকরা অবস্থান নেন।
বোয়ালিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, শ্রমিকদের মধ্যে চলা হাতাহাতির ঘটনায় একজন অসুস্থ হয়ে মারা গেছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৭:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ মে ২০২০
swapnochash24.com | sopnochas24