রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোশারফ হোসেন মুসা (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে নগরীর সোনাদীঘির মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মোশারফ হোসেন মুসা নগরীর রাজপাড়া থানার সিপাই পাড়া এলাকার মো. দুখুর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিরুল ইসলাম। তিনি বলেন, শনিবার বিকেলে নগরীর মনিচত্তর এলাকায় ট্রাক চাপা দেয় মুসাকে। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মুসাকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এই ঘটনায় আইনিগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৬:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩
swapnochash24.com | Anaet Karim