রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকেছেন দলীয় নেতাকর্মীরা। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে কার্যালয়ের তালা ভেঙা হয় বলে জানা গেছে।
এর আগে, মঙ্গলবার প্রশাসনের অনুমতি না পেয়ে ও পুলিশ অফিস ঘিরে রাখায় বিএনপির পদযাত্রা বাতিল হয়। পরে গতকাল বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মহানগরের সাবেক সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশীদসহ অন্য নেতারা কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ দেখে তা খোলার দাবিতে সেখানেই অবস্থান নেন। তবে পুলিশ জানায়, বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তারাই তালা দিয়েছে।
এ বিষয়ে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘গত মঙ্গলবারই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তালা খুলে দিতে বলেছিলাম। কিন্তু পুলিশ খুলে দেয়নি। বুধবার সকালে কার্যালয়ের প্রবেশ করবো তার আগেই পুলিশকে তালা খুলে দিতে বলি। কিন্তু সকালে এসেও অফিস তালাবদ্ধ দেখতে পাই। প্রায় ৪ ঘণ্টা প্রতিবাদ করেছি। কিন্তু তালা খুলে দেয়া হয়নি। শেষ পর্যন্ত বিকাল সাড়ে ৩টার দিকে আমরা অফিসের পিয়নদের মাধ্যমে তালা ভেঙ্গে নেতাকর্মীদের নিয়ে অফিসে প্রবেশ করি।’
এদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার অনিসুর রহমান বলেন, ‘পুলিশের পক্ষ তাদের অফিসে তালা মারা হয়নি। কারা তাদের অফিসে তালা মেরেছে সেটা আমার জানার কথা নয়। ওদের মধ্যে গ্রুপিং আছে। হয়তো তারাই তালা মেরেছে।’
তিনি আরো বলেন, ‘আমরা তো তাদের অফিসের কেয়ারটেকার না যে , তাদের অফিসে তালা মারবো আর খুলবো।’
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নগরীর মালোপাড়ায় অবস্থিত বিএনপির অফিসের সামনে আগের দিন রাখা পুলিশের ব্যারিকেট তুলে দেওয়া হয়েছে। তবে অফিসের সামনে কিছু পুলিশ অবস্থান করছিল। কিন্তু তালা ভাঙার পর বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ে ঢুকার পর পুলিশ প্রত্যাহার করা হয়।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৮:২১ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০২৩
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |