রাজশাহীতে ধর্ষণ মামলায় আব্দুল হান্নান মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নান মোল্লা রাজশাহীর বাঘা উপজেলার চাঁদপুর গ্রামের ওসমান মোল্লার ছেলে। রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার মুক্তি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২০১৬ সালে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণের মামলায় আসামি আব্দুল হান্নানের বিরুদ্ধে আনীত নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৯(১) ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে ৯(১) ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দেন আদালত। এছাড়াও এই মামলার অপর আসামি বানেরা খাতুন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।’
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৮:১৫ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০২৩
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |