রাজশাহীতে নিপাহ ভাইরাসে আক্রান্ত আরও এক রোগী শনাক্ত হয়েছেন। বুধবার সকালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে আসা প্রতিবেদনে এ তথ্য জানা যায়। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
নিপাহ ভাইরাসে আক্রান্ত ওই তরুণীর বাড়ি নওগাঁর মান্দা থানায়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এফ এম শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মাস খানেক আগে ওই তরুণী তার শ্বশুড়বাড়ির সবাইকে নিয়ে খেজুরের কাচা রস খেয়েছিলেন। অল্প দিনের মধ্যে ওই তরুণীর শ্বশুর জ্বরে আক্রান্ত হয়ে ফেব্রুয়ারির শেষ দিকে মারা যান। গত কয়েকদিন আগে মেয়েটিও জ্বরে আক্রান্ত হন। তাকে রামেক হাসপাতালে আনলে আইসিইউতে পাঠানো হয়। তার শাশুড়িও তিনদিনের মাথায় জ্বরে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালের নিউরোলজিতে ভর্তি আছেন।’
তিনি আরও বলেন, ‘ঘটনাটি জানার পর এবং রোগীর উপস্বর্গ দেখে আমাদের মনে সন্দেহ হয়। এরপর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে ওই রোগীর নমুনা পাঠাই। সেই সাথে চিকিৎসাও শুরু করি। বুধবার সকালে আইইডিসিআর থেকে ওই রোগীর নিপাহ ভাইরাস শনাক্তের রিপোর্ট আসে। এরপরই আমরা তাকে নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত আইসিইউতে হস্তান্তর করি। পাশাপাশি তার শাশুড়িকেও নিপাহ ওয়ার্ডে পাঠানো হয়েছে। তার শাশুড়ির নমুনাও পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
এ বিষয়ে রামেক হাসপাতালের আইসিইউ ইউনিটের প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘নিপাহ ভাইরাসে আক্রান্ত ওই রোগী আইসিইউতে ভেন্টিলেটরে আছেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তবে তাকে দ্রুত সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, চলতি বছরের নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৫:১৮ অপরাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩
swapnochash24.com | sopnochas24