• শুক্রবার ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    রাজশাহীতে পিস্তলসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

    স্বপ্নচাষ প্রতিবেদক, রাজশাহী

    ১৮ মে ২০২০ ৮:১০ অপরাহ্ণ

    রাজশাহীতে পিস্তলসহ ৩ ছিনতাইকারী গ্রেফতার

    রাজশাহীতে পিস্তলসহ ৩ দুর্ধর্ষ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এক যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার মামলায় তাদের অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

    পুলিশ বলছে, এরা রাজশাহী মহানগরীর অন্যতম দুর্ধর্ষ ছিনতাইকারী। ছিনতাইয়ের বাইরে আরও নানা অপরাধে জড়িত তারা।

    গ্রেফতাররা হলেন- নগরীর হেতেমখাঁ ছোট মসজিদ এলাকার মৃত কুদরত আলীর ছেলে জানা ওরফে জনি (৩০), তার ছোট ভাই রায়হান ওরফে পাপ্পু (২৬) এবং মধ্য নওদাপাড়া এলাকার ভাড়াটিয়া আশরাফুল ইসলাম জনি (২৮)। জনির বাবার নাম মৃত সোহরাব হোসেন।

    এর মধ্যে পাপ্পুর বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় ছয়টি মামলা আছে। জনির বিরুদ্ধে আছে চারটি মামলা। আর আশরাফুল ইসলাম জনির বিরুদ্ধে রাজপাড়া ও পবা থানায় আছে তিনটি মামলা। তাদের বিরুদ্ধে এসব মামলাগুলো আছে ছিনতাই, মারামারি এবং মাদকদ্রব্য বিক্রির অপরাধে। তারা বার বার গ্রেফতার হয়, ছাড়া পেয়ে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। ছিনতাই তাদের প্রধান ‘পেশা’।

    এই তিন ছিনতাইকারীকে রবিবার রাত ১টার দিকে নগরীর হেতেমখাঁ পানির পাম্প এলাকা থেকে বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইফতেখার মোহাম্মদ আল-আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন জব্দ করা হয়।

    বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন জানান, অস্ত্রসহ গ্রেফতার পাপ্পু ও জানা এবং রতন এবং ইলিয়াস নামের আরও দুইজন রবিবার রাত সাড়ে ৯টার দিকে বর্ণালী মোড়ের পিছনে ইমরান হোসেন নামের এক ব্যক্তিকে নির্মমভাবে কুপিয়ে জখম করে। তারা ইমরানকে মৃত ভেবে ফেলে রেখে পিস্তল উঁচিয়ে পালিয়ে যায়। আহত ইমরানের বাড়ি হেতেমখাঁ ছোট মসজিদ এলাকায়। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ইমরানের বড় ভাই শওকত হোসেন। এরপর আসামিদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়।

    পরে রাতে জানা যায়, হেতেমখাঁ এলাকায় তিনজন আত্মগোপন করে মাদকসেবন করছে। সেখানে পুলিশ অভিযানে যায়। এ সময় একটি পিস্তলসহ তাদের গ্রেফতার করা হয়। তবে পুলিশ দেখে পালানোর চেষ্টা করেছিল পাপ্পু। তখন দেয়ালে ধাক্কা খেয়ে তার পা ভেঙে যায়। পরে তাকেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ।

    ওসি জানান, আহত পাপ্পুকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। অন্য দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৮:১০ অপরাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।