রাজশাহীর তানোর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) শুরু হয়েছে। রোববার উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন হয়।
পাঁচ দিনব্যাপী এ টুর্নামেন্টে উপজেলার সাত ইউনিয়ন ও দুই পৌরসভা অংশ নিচ্ছে। আগামী ২২ জুন বিকেল ৫টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত ও তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ২:৫২ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০২৩
swapnochash24.com | Anaet Karim