ছবি: সংগৃহীত
রাজশাহীতে আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বিভাগীয় বর্ধিত সভা করেছে আওয়ামী যুবলীগ। শনিবার দুপুরে নগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, একটি পক্ষ সংবিধানবহির্ভূতভাবে নির্বাচনের দাবির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে ক্ষমতায় আসতে চায়। সংবিধানের বাইরে গিয়ে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার সরকারের অধীনেই ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হবে।
শেখ ফজলে শামস পরশ বলেন, বিদেশি প্রভুদের মাধ্যমে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে বিএনপি। যুবলীগের একজন নেতাকর্মী বেঁচে থাকতে বিএনপির একটা দুরভিসন্ধিও বাস্তবায়ন হবে না।
এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর জনসভা হবে ঐতিহাসিক। জনসভা জনসমুদ্রে পরিণত হবে।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ১১:২০ অপরাহ্ণ | শনিবার, ২১ জানুয়ারি ২০২৩
swapnochash24.com | sopnochas24