রাজশাহীতে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করে দমকা হাওয়াসহ এক পশলা বৃষ্টি হয়েছে। তবে মহানগরীতে গতিবেগ কম থাকলেও আশপাশের উপজেলায় ঝড় বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ে ভেঙে পড়া মাটির দেয়ালে চাপা পড়ে জাহানারা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত জাহানারা বেগম একজন গৃহিণী। তিনি গোদাগাড়ী পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, হঠাৎ ঝড় শুরু হলে দুই শিশু সন্তানকে নিয়ে নিজ ঘরে অবস্থান করছিলেন জাহানারা বেগম। এ সময় হঠাৎ ঘরের মাটির দেয়াল ভেঙে তার গায়ের ওপর পড়ে। পরে দ্রুত পরিবারের অন্য সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করেন। কিন্তু গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় জাহানারা মারা গেলেও তার দুই সন্তান হতাহত হয়নি। তারা অক্ষত আছে বলে জানিয়েছে নিহতের পরিবার।
রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, মাটির দেয়াল চাপা পড়ে এক নারীর মৃত্যুর খবর তিনি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে পেয়েছেন।
এদিকে, বিকালে অন্যান্য স্থানে ঝড় উঠলেও মহানগর এলাকায় বাতাসের গতিবেগ কম ছিল। তাই এটিকে ঝড় বলছে না আবহাওয়া অফিস। তবে একই সময় রাজশাহী শহরের ওপর দিয়ে দমকা হাওয়াসহ এক পশলা বৃষ্টি হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র বলেন, সন্ধ্যায় ঝড়ের সময় মহানগর এলাকায় বাতাসের গতিবেগ ছিল ১৩ কিলোমিটার। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বৃষ্টি শুরু হয়। দমকা হাওয়ায়সহ বৃষ্টি চলে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট পর্যন্ত। এ সময় রাজশাহীতে ৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৯:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |