আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজশাহীতে ৮ দিনব্যাপী বইমেলা ও ভাষা উৎসব শুরু হচ্ছে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি)। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও রাজশাহী কলেজে এই মেলা ও ভাষা উৎসব চলবে। সোমবার সন্ধ্যায় নগরীর গ্রান্ড রিভার ভিউ হোটেলে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান আয়োজকরা। সমাজসেবামূলক প্রতিষ্ঠান রিয়েল স্টার সোসাইটির আয়োজনে এই বই মেলা ও ভাষা উৎসব-২০২৩ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রিয়েল স্টার সোসাইটির চেয়ারম্যান সৈয়দ আব্দুল্লাহ শাওন। তিনি বলেন, রাজশাহী নগরীতে বিভিন্ন সময়ে নানা রকম মেলার আয়োজন দেখা যায়। তবে বইমেলার বিষয়ে তেমন উদ্যোগ দেখা যায় না। বর্তমান প্রজন্মকে আমরা বইয়ের কাছাকাছি আনতে চাই। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই ভাষার মাসে আমরা আট দিনব্যাপী রাজশাহী মহানগরীর দুইটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে বইমেলায় আয়োজন করতে যাচ্ছি। যেখানে স্বনামধন্য সব প্রকাশনীর বইয়ের নিজস্ব স্টল থাকবে এবং তারা নিজের বইগুলো কেনা-বেচার সুযোগ পাবে। পরবর্তীতে একমাসব্যাপী এই মেলার আয়োজন করার প্রচেষ্টা থাকবে আমাদের। আমরা চাই তরুণ যুবসমাজের বইপড়ার অভ্যাস গড়ে উঠুক।
সৈয়দ আব্দুল্লাহ শাওন বলেন, তরুণ সমাজকে সাহিত্যচর্চায় আগ্রহী করতে রিয়েল স্টার সোসাইটি রাজশাহী নগরীর দুইটি ভেন্যুতে ঢাকার বিভিন্ন প্রকাশনীর ২০ এর অধিক স্টল এবং প্রায় ৩০ এর অধিক প্রকাশনীর বই নিয়ে এই উদ্যোগ নিয়েছে। আগামী ২১-২৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত মেলা চলবে। একই সাথে এই আট দিন রাজশাহী কলেজের লাইব্রেরি চত্ত্বরে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এই বইমেলা চলবে। এর পাশাপাশি চলবে পত্র লিখন উৎসব, বর্ণমালা প্রদর্শনী এবং উত্তরবঙ্গের সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে সাংস্কৃতিক সন্ধ্যা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রিয়েল স্টার সোসাইটির জেনারেল সেক্রেটারি ড. রোকসানা বেগম, রিয়েল স্টার সোসাইটির ডিরেক্টর সুমাইয়া রহমান, রাজশাহী কলেজের লাইব্রেরিয়ান মো. মহিউদ্দিন ও রাজশাহী কলেজ ক্যারিয়ার ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৮:৩৮ অপরাহ্ণ | সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩
swapnochash24.com | sopnochas24