রাজশাহী-৩ আসনের (পবা-মোহনপুর) এমপি আয়েন উদ্দিনসহ আটজনের বিরুদ্ধে হত্যার হুমকি, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাজশাহীর মোহনপুর আমলি আদালতে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার আলী হায়দার নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন। সম্প্রতি অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনের পরাজিত চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আকতারের সমর্থক ছিলেন আলী হায়দার।
বাকি আসামিরা হলেন- মোহনপুরের ধুরইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন, এমপি আয়েন উদ্দিনের সহযোগী বুলবুল, মাহবুব, শফিকুল, টুটুল, রাজু ও সাইফুল।
বাদীর আইনজীবী হিসেবে জেলা ও জজ আদালতের আইনজীবী আবদুল ওহাব জেমস মামলাটি আদালতে উপস্থাপন করেন। তিনি জানান, আদালতের ম্যাজিস্ট্রেট লিটন আহমেদ মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মামলার আবেদনে বলা হয়, গত ৫ অক্টোবর রাতে জেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের পক্ষে নির্বাচনী প্রচারকর্মী মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়ন পরিষদের পাশে ফেস্টুন-পোস্টার টাঙাতে গেলে মামলার আসামিরা গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে সেখানে অসিম কুমার দাস, মেহেরুন্নেছা, সুইটসহ চার-পাঁচজনকে মারধর করে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আটক রাখা হয়। স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামানের প্রধান সমন্বয়কারী মামলার সাক্ষী অ্যাডভোকেট আবু রায়হান প্রধান নির্বাচন সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করায় মুঠোফোনে এ তথ্য জানতে পারেন। সংবাদ পেয়ে সাক্ষী রায়হানসহ অন্য সাক্ষীদের নিয়ে দুটি মাইক্রোবাসে ঘটনাস্থলে যান। এরপর এমপি আয়েনের নির্দেশে অন্য আসামিরা বাদীসহ সব সাক্ষীর ওপর ঝাঁপিয়ে পড়ে মারধর শুরু করেন এবং মাইক্রোবাস দুটি ভাঙচুর করেন। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন হামলাকারীরা। বিষয়টি জানাজানি হলে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে বাদীসহ সাক্ষীদের উদ্ধার করেন।
মামলার বিষয়ে জানতে এমপি আয়েন উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
তবে মামলাটি আমলে নিয়ে আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে দায়িত্ব দিয়েছেন বলে নিশ্চিত করেছেন মামলার আইনজীবী আবু রায়হান।
স্বপ্নচাষ/একে
বাংলাদেশ সময়: ৬:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |