রাজশাহীর বানেশ্বর বাজারে উঠতে শুরু করেছে বেশ কয়েকজাতের আম। তবে করোনার কারণে পরিবহন সংকটে বাইরের বেপারিরা কম আসায় বেচাকেনা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাগানমালিক ও পাইকাররা বলছেন, এবার আমের আশানুরূপ দাম পাচ্ছেন না তারা। বাজারে ওঠা গোপালভোগ আম বিক্রি হচ্ছে মণ প্রতি ২ হাজার থেকে ২২০০ টাকায়। খিরসাপাতি আম প্রতি মণ ১৬০০ টাকায় এবং আঁটি আম বিক্রি হচ্ছে প্রতি মণ ৮০০ থেকে ১২০০ টাকায়।
এদিকে এখনো বাজারে আসতে বাকি আরও বেশ কিছু জাতের আম। পাইকাররা বলছেন, আগামীতে অন্যান্য জাতের আম উঠলে বেচাকেনা বাড়বে। এবার একদিকে করোনার ভাইরাসের কারণে পরিবহন সমস্যা, অন্যদিকে আম্পানসহ মৌসুমি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি কিছু আম।
তাই গতবছরের তুলনায় এবার আম ব্যবসায় কিছুটা ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:১২ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২০
swapnochash24.com | sopnochas24