করোনাভাইরাসের প্রভাবে স্থবির জনজীবনে কর্মহীন হয়ে মানবেতর দিন কাটাচ্ছেন বহু মানুষ। এসব বিবেচনা করে রাজশাহী কলেজ হোস্টেলে থাকা শিক্ষার্থীদের ভাড়া মওকুফ করেছেন অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং হোস্টেলে শিক্ষার্থীরা না ফেরা পর্যন্ত কাউকে ভাড়া দেয়া লাগবে না বলে জানিয়েছেন অধ্যক্ষ। রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের এসব কথা জানান তিনি।
অধ্যক্ষ বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীরা যেহেতু কলেজ হোস্টেলে থাকছেন না। তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। এই কারণে হোস্টেলের কোনো বিদ্যুৎ খরচ হচ্ছে না। এছাড়াও এই পরিস্থিতিতে মানুষের অবস্থা আর্থিকভাবে খারাপ। তাই সবার কথা চিন্তা করে রাজশাহী কলেজের হোস্টেলে ছাত্রী নিবাসেরও ভাড়া করোনা সংকটের পর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মওকুফ করে দেয়া হবে। অনুপস্থিত কালীন কোনো শিক্ষার্থীকে ভাড়া দেয়া লাগবে না বা পরেও কারো কাছ থেকে ভাড়া নেওয়া হবে না। তবে ছাত্রীনিবাসে কর্মচারী বিল পরিস্থিতি স্বাভাবিক হলে শিক্ষার্থীদের দিতে হবে।
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৪:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মে ২০২০
swapnochash24.com | sopnochas24