• রবিবার ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৫

    স্বপ্নচাষ ডেস্ক

    ৩০ মে ২০২৩ ১০:৫৭ অপরাহ্ণ

    রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ৫

    ফাইল ছবি

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে পাঁচ প্রক্সিদাতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন (৩০ মে) সকালে ‘এ’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা চলাকালে দুইজন, দ্বিতীয় শিফটে এক জন ও তৃতীয় শিফটে দুই জনকে আটক করা হয়। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে জিজ্ঞাসাবাদকালে তারা প্রক্সি দিয়েছেন বলে স্বীকার করেছেন। তাদের একজন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

    এছাড়া চতুর্থ শিফটে দুইজনকে প্রক্সিদাতা সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য প্রক্টর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।

    আটককৃতরা পাঁচজন হলেন, মো. হোসাইন, স্বপন হোসেন, মো. বিদুৎ হাসান, মো. এনামুল হক ও আব্দুর রাকিব।

    স্বপন হোসেইন নওগাঁ জেলার বদলগাছি থানার চকগোপিনাথ গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি কৃষি অনুষদ ভবনের ১৩৫ নং রুমে রোল- ২৪০৯৬ এর পরীক্ষার্থী তানভীর আহমেদের হয়ে পরীক্ষায় অংশ নেন।

    মো. হোসাইন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার আব্দালপুর গ্রামের কাওসার হোসেনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ৪২৪ নং কক্ষে রোল ২১৬০২ এর পরীক্ষার্থী জাহিদ হাসান সিয়ামের হয়ে প্রক্সি দেন।

    মো. বিদুৎ হাসান জয়পুরহাট জেলার সদর থানার পূর্ব জানিয়ার বাগান এলাকার মো. আবুল কালামের ছেলে। তিনি ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের ২৩৪ নম্বর কক্ষে রোল ৫৬৯৫৯ এর পরীক্ষার্থী মো. মাইনুল ইসলাম এর হয়ে প্রক্সি দেন।

    মো. এনামুল হক কক্সবাজার জেলার পেকুয়া থানার টয়টং গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্র ছিলেন। তিনি ড. এম এ ওয়াজেদ একাডেমিক ভবনে ৪৩৮ নম্বর কক্ষের রোল ৫৮৩৯৭ এর পরীক্ষার্থী মো. তানভীর আহমেদের প্রক্সি দেন।

    বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘আমরা সন্দেহজনকভাবে দুজনকে আটক করেছি। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তারা নিজেদের দোষ স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

    এদিকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দ্বিতীয় দিনের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ১ হাজার ৯৩৯ টি আসনের বিপরীতে ৭২ হাজার ৬৫ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। সে হিসেবে আসন প্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৭ জন ভর্তি-ইচ্ছুক।

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১০:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ মে ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩
    ১৪১৫১৬১৭১৮১৯২০
    ২১২২২৩২৪২৫২৬২৭
    ২৮২৯৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।