সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে মঙ্গলবার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। ৯৪টি করে দুই দফায় এই নমুনা পরীক্ষা করা হয়। তবে সবগুলো নমুনায় করোনা নেগেটিভ এসেছে। ফলে আজ নতুন কোন করোনা আক্রান্ত রোগি শনাক্ত হয়নি বলে ল্যাব সূত্রে জানা গেছে।
সূত্র জানান, রোববার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে দুই শিফটে নমুনা পরীক্ষা হলেও সোমবার এক সিফটে হয়েছে। তবে মঙ্গলবার ফের দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে সবগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।
রাজশাহী বিভাগে দুইটি ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে। এর একটি হলো রাজশাহী মেডিকেল কলেজ। অপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। এ দুই ল্যাবে প্রতিদিন ৯৪ জন করে মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা যাবে। এর বাইরে অতিরিক্ত নমুনাগুলো ঢাকায় পাঠানো হচ্ছে।
রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সোমবার পর্যন্ত এ জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পুঠিয়ায় ৫ জন, মোহনপুরে ৪ জন, দুর্গাপুরে ২ জন, পবায় ১ জন, বাঘায় ১ জন, বাগমারায় ১ জন ও তানোরে ৩ জন। এর মধ্যে তিনজন সুস্থ্য হয়েছেন। আর মারা গেছেন একজন।
স্বপ্নচাষ/এসএস
বাংলাদেশ সময়: ৮:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
swapnochash24.com | sopnochas24