লকডাউন শিথিল হলে স্বাস্থ্যবিধি মেনে ঈদের পরপরই শুরু হতে পারে ট্রেন চলাচল। সেই লক্ষ্যে রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টার ও প্লাটফর্মে তিনফুট দূরত্ব বজায় রেখে লালবৃত্ত আঁকা হয়। যা বেশ আলোচনার সৃষ্টি করে। এবার স্টেশনের প্রবেশ এবং বহির্গমন পথে বসানো হয়েছে ‘জীবাণুনাশক কক্ষ’।
স্টেশনে প্রবেশ এবং বের হওয়ার সময় যাত্রীদের জীবাণুমক্ত করে ঢোকা-বের হওয়া নিশ্চিতকরণের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে। আর যাত্রীদের শরীরের তাপমাত্রা মাপার জন্য বসানো হবে থার্মাল স্ক্যানার মেশিন।
ঈদের আগে বা পরপরই এটি আনা হবে। রোববার (১৭ মে) বিকেলে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান মেডিকেল অফিসার (সিএমও) মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সরকার আমাদের নির্দেশনা দিয়েছেন- ট্রেন চালু হলে করোনা সংক্রমণ প্রতিরোধ করতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার। আমরা এটা নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছি। সেখানে আলাপ-আলোচনা করে সার্বিক কাজ করছি। আশা করি- আমাদের উদ্যোগ অন্য স্টেশনগুলোতেও ক্রমান্বয়ে বাস্তবায়ন হবে।’
সরেজমিনে স্টেশনে গিয়ে দেখা গেছে, রোববার (১৭ মে) বেলা ১১টা থেকে রাজশাহী স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথে দুটি জীবাণুনাশক কক্ষ স্থাপনের কাজ শুরু করা হয়। দুপুর আড়াইটার দিকে কাজ শেষ হয়। এখন পুরোপুরি তা ব্যবহারের উপযোগী। এর আগে গত ৯ মে স্টেশনের কাউন্টারের সামনে ও প্লাটফর্ম জুড়ে নিরাপদ দূরত্ব মেনে গোল গোল করে লালবৃত্ত আঁকা হয়।
জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের চীফ কমার্শিয়াল ম্যানেজরার আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, ‘যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আমরা ধীরে ধীরে কাজগুলো করছি। টিকিট বিক্রি ও প্লাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষমান যাত্রীদের দূরত্ব নিশ্চিতে বৃত্ত করা হয়েছে। আজ ফটকে জীবাণুনাশক কক্ষ বসানোর কাজ শেষ হয়েছে। আগামীতে আসছে থার্মাল স্ক্যানার মেশিন ও অত্যাধুনিক ডাস্টবিন।’
তিনি বলেন, ‘স্টেশনে প্রবেশ ও বের হওয়ার সময় আমরা যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করবো। ট্রেনে যাত্রা করতে হলে অবশ্যই হ্যান্ড গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। প্রবেশ ফটকে কয়েক স্তরে আমাদের প্রহরীরও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে অবস্থান করবেন।’
রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ আরও বলেন, ‘সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হলে হয়তো আমরা ৫০ ভাগ টিকিট বিক্রি করবো। যাতে চাপ কম থাকে। অনলাইন ব্যবস্থাটা আরও সক্রিয় করা হবে। ফলে সীমিত পরিসরে ট্রেন চলাচল করলেও যাত্রীদের স্বাস্থ্যঝুঁকি কম থাকবে। এক্ষেত্রে যাত্রীদের আন্তরিক সহযোগিতাও আমাদের খুব বেশি প্রয়োজন হবে।’
এদিকে, রাজশাহী স্টেশন থেকে কবে নাগাদ টিকিট বিক্রি শুরু হতে পারে -এমন প্রশ্নে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবদুল করিম বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি- এখনও কোনো নির্দেশনা নেই। আমরা পুরোপুরি অন্ধকারে। তবে সবশেষ তথ্যমতে- অচিরেই ঢাকা-খুলনা রুটে ট্রেন চালু করা হবে। পর্যায়ক্রমে সারাদেশে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু করবে।’
স্বপ্নচাষ/আরএস
বাংলাদেশ সময়: ৫:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ মে ২০২০
swapnochash24.com | sopnochas24
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |