• বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    রান্না নয়, আমার প্রিয় কাজ বাসন মাজা : স্বস্তিকা

    স্বপ্নচাষ ডেস্ক

    ১৯ জুন ২০২৩ ১০:৫৬ অপরাহ্ণ

    রান্না নয়, আমার প্রিয় কাজ বাসন মাজা : স্বস্তিকা

    ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ক্যারিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময় আলোচনায় থেকেছেন তিনি।

    সম্প্রতি হিন্দুস্থান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন স্বস্তিকা। যেখানে তার পছন্দ-অপছন্দের বিষয়গুলো সম্পর্কেও জানিয়েছেন।

    অভিনয়ের পাশাপাশি স্বস্তিকার রান্না হাত কেমন জানতে চাইলে স্বস্তিকা বলেন, ‘আমি একেবারেই রান্না করতে পারি না। অবশ্য, লকডাউনে বেশকিছু রান্না করেছিলাম। এর মধ্যে হলো— রুই মাছের কালিয়া, সর্ষে বাটা দিয়ে পমফ্রেড, মুরগির ঝোল, পাঁঠার মাংস। লকডাউনে আমি প্রথম ভাতের ফ্যান গালতে শিখেছি। সেটাও আবার ৪ দিন সমস্ত ভাত বেসিনে পড়ে একাকার কাণ্ড ঘটেছিল। পরে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে ম্যানেজ করি, সেটাও একটা যুদ্ধ ছিল।’

    বাসন মাজা স্বস্তিকার সবচেয়ে প্রিয় কাজ। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘লকডাউনে আমি বুঝেছি, আমার সবচেয়ে প্রিয় কাজ বাসন মাজা। ক্যারিয়ারে যখন আর কিছু করতে পারব না, তখন বাসন মাজবো। খুবই দামী ঠিকের কাজ করব। ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, জামাকাপড় কাচা সবই করেছি। কারণ মুম্বাইয়ের বাড়িতে ওয়াশিং মেশিন ছিল না।’

    অবসর সময়ে কি করেন, জানিয়ে স্বস্তিকা বলেন- ‘ওটিটিতে প্রচুর সিরিজ দেখি। ওটা আমার হোমওয়ার্ক করার জায়গা। এখন সারা বিশ্বের কাজই আমরা ওটিটিতে দেখতে পাই। শুধু দেশীয় ভাষার নয়। সেগুলো দেখে শেখার চেষ্টা করি। কোনো গুরুত্বপূর্ণ কিছু হলে সেটা একাধিকবার দেখি। একবার দর্শক হিসাবে, পরেরবার শেখার জন্য। ওটা করতে গিয়ে সময় কেটে যায় অনেকটাই।’

    স্বপ্নচাষ/আরএস

     

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১০:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৯ জুন ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।